Sunday, April 12, 2020
*লকডাউন কে যাহারা গুরুত্ব দিচ্ছেন না, তাদের জন্য একটি শিক্ষনীয় ঘটনা।**মাওলানা জালাল উদ্দীন রূমির একটি ঘটনা যা বর্তমান সময়ের বাস্তবতা*একবার একলোক তীব্র ঝড়ের সময় একটি গাছের নিচে আশ্রয় নিলো। অন্য একলোক এসে তাকে বলল, "ঝড়ের সময় সাধারনত গাছের উপরেই বজ্র পড়ে।সুতরাং এখান থেকে সড়ে যাও।"*সে আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়ে থাকল।* অতপর আরেকজন এসে তাকে একই উপদেশ দিলেও সে তার অবস্থানে থাকল।অবশেষে তৃতীয় এক আল্লাহর বান্দা এসে যখন তাকে একই উপদেশ দিলো, সে আগের মত উত্তর দিলো যে, *" আল্লাহ ভরসা"**অবশেষে লোকটি বজ্রপাতে মারা যায়।*দূর থেকে এক আল্লাহওয়ালা পুরো ঘটনাটা দেখে বলতে লাগলেন যে, লোকটি আল্লাহর উপর এত ভরসা করল তা সত্ত্বেও আল্লাহ তাকে রক্ষা করলেন না!*মাওলানা রূমি (রাহঃ) বললেন,* আল্লাহ এই ব্যক্তিকে বাচানোর জন্য ওই তিনজন লোককে পাঠিয়েছিলেন।কিন্ত সে নিজের ধ্বংসের কথা বিশ্বাস করে নি।**মাওলানার এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেয়া উচিৎ,* পাশাপাশি সেই দেশগুলো থেকেও শিক্ষা নেয়া উচিৎ যারা এখনো বলছে, যদি সময়মত লকডাউন করা হত তাহলে হয়ত এত ক্ষয়ক্ষতি হত না। আবার কিছু মানুষ এখনো জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করছেন, আবার কিছু মানুষ মসজিদে আসতে এখন তাদের ভয় করছে না,, কিন্তু তাহারা অবস্থার প্রতিকূলে চলছে,, নিজের বিপদ নিজেই ডেকে আনার মত কিছু করছেন,,, সাবধান হয়ে যান।। *ঘরে থাকুন সুস্থ থাকুন প্রতিবেশীকে সুস্থ রাখুন নিজের প্রতি খেয়াল রাখুন*( Copy post)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment