একটা কাহিনি শোনাচ্ছি।
5th April 1980 রাত নয়টায়, জনতা দলের পতনের পরিপ্রেক্ষিতে পূর্বতন ভারতীয় জনসংঘের কয়েক জন নেতৃত্ব যথা, অটল বিহারি বাজপেয়ী, ভৈরব সিং সেখাওয়াত, লাল কৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী প্রমুখ সিন্ধান্ত নিলেন যে নতুন রাজনৈতিক দল গড়বেন....
পরের দিন মানে 6th এপ্রিল সরকারিভাবে আত্মপ্রকাশ করলো ভারতীয় জনতা পার্টি...
মানে এবার বুঝলেন? পাঁচ এপ্রিল রাত নয়টায় প্রদীপ, মোমবাতি জ্বালাতে বলার আসল উদেশ্য বোঝা গেলো !!!!!?? কেন 4th এপ্রিল বা 3rd এপ্রিল হলো না !!!
40তম বিজেপির প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে মোমবাতি জ্বালাও মিত্রও....। কেননা দেশজুড়ে ধুমধাম করে বিজেপি দপ্তরে এটা পালন করা হবে। আর অজান্তেই আমজনতা সামিল হবেন এই কাজে।
ঘৃণ্য রাজনীতি বলা যাবেনা কিন্তু ভেবে বলুন এই সংকটে এরা কী করে এটা করছে। একবার ভেবে দেখুন ।
No comments:
Post a Comment