মিডিয়া যখন তালগোল পাকাচ্ছে। ঠিক এই সময় #ইমাদ_উদ্দিন_বুলবুল সাহেব তাবলিগ জমাতকে একহাত নিলেন। সে যাইহোক। তার লেখাটা পড়েছি। এক জায়গায় তিনি উল্লেখ করেন- "জানুয়ারি থেকেই আমরা সামাজিক মাধ্যমে প্রচার শুনছিলাম যে, করোনা ভাইরাসে চীনের মুসলমানরা আক্রান্ত হন নি"। কী আশ্চর্য অভিব্যক্তি! আজকাল সামাজিক মাধ্যমে আবাল-ছাবালরাও তো অনেক কিছুই বলে দেয়। তাই তো এই মাধ্যমের সব কথায় বিজ্ঞজনের খোরাক হয় না। আমার মতে, সামাজিক মাধ্যমে যিনি অযোগ্যদের পরিচয় করতে ব্যর্থ, যোগ্যতার মাপকাঠিতে তিনি নিজেই দুর্বল।
সুতরাং "মুসলমারা আক্রান্ত হন নি" কথাটি কোন দায়িত্বশীল ব্যক্তি প্রচার করছেন কি না তা যাচাই করা বুলবুল সাহেবের উচিত ছিল। কিন্তু তা না করে তিনি একটি আজগুবি কথা সংবাদ মাধ্যমে প্রচার করে একটি সম্প্রদায়কে শুধু অপমানিত করেন নি, বরং একটি ঘৃণ্য চক্রান্তে ঘৃতাহুতি দিলেন। উল্লেখ্য, #করোনা_ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সব ধরনের সতর্কতামূলক উপায় অবলম্বনের জন্য দেশের শীর্ষস্থানীয় উলামারা মুসলিম সম্প্রদায়কে বার্তা দিয়ে যাচ্ছেন। তাঁরা কোরান ও সুন্নার আলোকে মানব জীবনের সুরক্ষার বিষয়টা গুরুত্ব সহকারে প্রচার করছেন। এই মারণ ব্যাধির আক্রমণ থেকে নিজেকে তথা সমাজকে বাঁচানোর জন্য তাঁরা বিশেষজ্ঞদের পরামর্শ তথা সরকারের নির্দেশাবলী মেনে চলার জন্য আহ্বান করছেন। এমনকী মসজিদে না গিয়ে ঘরেই নামাজ আদায় করার জন্য তাঁরা মুসলিম সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন । দায়িত্বশীল এসব উলামাদের বক্তব্য বুলবুল সাহেবের সামাজিক মাধ্যমে কি পৌঁছে না? বিজ্ঞজনের প্রচারিত বার্তাসমূহ এড়িয়ে কিছু মুর্খদের বক্তব্য লুফে নেওয়া জ্ঞানী ব্যক্তির কাজ নয়।
No comments:
Post a Comment