Sunday, April 5, 2020

☆এবারের শবে বরাতে তাওহীদী জনতার কাছে বিশেষ দোয়ার আবেদন ☆

আস্ সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আমার প্রিয় সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আপনারা নিশ্চয় অবগত আছেন আগামী 9 এপ্রিল রোজ বৃহস্পতিবার লাইলাতুল বরাত,,( অর্থাৎ শবে বরাত) যাকে ভাগ্য রজনী ও বরকতময় রাত বলা হয়, ওই রাত্রে ও দিনে এবাদত করিলে বহুৎ সওয়াব অর্জন করার সুযোগ পাওয়া যায়।হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই তারিখে তোমারা দিনে রোজা রাখ এবং রাত্রে এবাদত করো: এই রাত্রে এবাদত করিলে হাজার রাত্রের এবাদত করার সওয়াব লাভ হয়! ইত্যাদি ,ইত্যাদি। অনেক ফজিলত আছে! কিন্তু মূল কথা হলো এইসব আমল শুধুমাত্র ইনফের আদি (অর্থাৎ নিজে নিজে একা একা ঘরে বসে) এইসব আমল করা হাদিসে পাক দ্বারা প্রমাণিত হয়! তাই বর্তমান এই মহামারীর অবস্থা সামনে রেখে এবং প্রশাসনের আদেশ অনুযায়ী মসজিদে ভিড় না করে নিজ নিজ ঘরে বসে, নামাজ, নাফিল সালাত, তিলাওয়াতে কুরআন, দুরুদে পাক, তাসবীহ তাহলীল , আল্লাহ পাকের জিকির, নিজ নিজ ঘরে বসে আদায় করুন। এবং বিশেষ করে চোখের অশ্রু জারি করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, যেন এই মহামারী থেকে মানবজাতিকে  ও বিশ্বের সকল মুসলমানকে এই করোণা নামক মহামারী  থেকে হেফাজত দান করুন। এবং আমি মুহাম্মদ আব্দুল ওয়ারিসের জন্য বিশেষ করে দোয়া করবেন, আমিও দোয়া করব ইনশাআল্লাহ।

No comments:

Post a Comment