Sunday, April 12, 2020

#আল্লাহর_রাসূলের_কথা_সত্য_হলোঃ🍯️🕳️🍯🕳️🍯🕳️🍯🕳️🍯🕳️🍯🕳️🍯🕳️🍯#সম্মানিত_উপস্থিতিঃ ইসলাম ধর্ম এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা! এই জীবন ব্যবস্থার মধ্যে কেউ নতুন কিছু ঢোকাতে পারবে না এবং কেউ এর থেকে কিছু বার করতে পারবে না!আল্লাহ যা কুরআনে বলে দিয়েছেন তা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে! এবং আমাদের শেষ রাসুল শেষ নেতা যা বলে দিয়েছেন তাও কিয়ামত পর্যন্ত বহাল থাকবে!আজ পুরো পৃথিবী ছোট্ট একটি আল্লাহর আযাব করোনাই পুরো পৃথিবী কম্পমান! ফ্রান্স আফ্রিকা যুক্তরাষ্ট্র আমেরিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড পশ্চিমা দেশগুলো এত উন্নত হওয়া সত্ত্বেও এই সংক্রমণ রোগ কে আটকাতে পারছে না!এই রোগ থেকে বাঁচার জন্য অনেকেই অনেক ধরনের ফতোয়া দিয়ে চলেছেনঃ আফ্রিকার খৃষ্টান পাদ্রী বলছেন! ডেটল খান এই করোনা থেকে মুক্তি পাবেন! অথচ এই খ্রিস্টান পাদ্রীর কথা শুনে 59 জনের মতো মৃত্যু হয়েছেঃ ভারতের একদল মূর্খ লোকেরা বলছে গোমূত্র পান করুন তাহলেই এই করোনা ভাইরাস থেকে বেঁচে যাবেন! অথচ এই গোমূত্র পান করে অনেকে সুস্থ হওয়া তো দূরের কথা আরও অসুস্থ হয়ে পড়েছেন!এই উন্নত যুগে ও এই ভাইরাস থেকে বাঁচার জন্য কোনো বিজ্ঞানী এর চিকিৎসা সঠিক বার করতে পারছে না! বিধর্মীদের কাছে আমার প্রশ্নঃ এত উন্নত যুগ হওয়া স্বত্তেও সামান্য ছোট্ট একটা ভাইরাসের কোনো ট্রিটমেন্ট বার করতে পারছে না! তাহলে সাড়ে চৌদ্দশত বছর আগে এই ভাইরাসের ঔষুধের কথা কিভাবে জানা গেলোঃহাঁ মানব জাতির আদর্শ! আমাদের শেষ রাসুল বলে গেছেন এই রোগ থেকে মুক্তি পাওয়ার কথা! আজ তা প্রমাণিত হলো!শুধু কালোজিরা ও মধু খেয়ে করোনা থেকে সুস্থ হলেন নাইজেরিয়ার গভর্নর!নাইজেরিয়ার ওয়ো রাজ্যের গভর্নর সেয়ি মাকিন্দে করোনায় আক্রান্ত হয়েছিলেন! গত সপ্তাহেই ধরা পড়ে তিনি করোনায় আক্রান্ত! কিন্তু এখন তিনি করোনা মুক্ত! করোনার হাত থেকে বেঁচে ফিরেছেন! পরে সোমবার তিনি জানিয়েছেন. কী করে করোনা থেকে মুক্তি পেয়েছেন!কী ধরনের খাবার তিনি খেয়েছেন! করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি আইসোলেশনে ছিলেন! তিনি জানিয়েছেন! শুধু কালোজিরা আর মধু খেয়েই তিনি করোনা থেকে সুস্থ হয়েছেন? করোনার হাত থেকে বাঁচতে শরীরের ইমিউনিটিকে শক্তিশালী করার কথা বলেন তিনি!#তিনি_বলেনঃ ইমিউনিটিকে শক্তিশালী করার উপাদান আমাদের হাতের কাছেই রয়েছে! গভর্নর সেয়ি মাকিন্দে বলেন! ওয়ো রাজ্যের স্বাস্থ্যসেবা বোর্ডের নির্বাহী সচিব ডঃ মাইদেন ওলাতুনজি আমার হাতে কালোজিরা তুলে দেন! তার সঙ্গে মধু মিশিয়ে দেন তিনি! আমি সেটা খেয়েছি! আর এই প্রাকৃতিক উপাদান গুলোই ইমিউনিটিকে শক্তিশালী করে আর করোনা ভাইরাস নির্মূল করে!তিনি বলেনঃ মাইদেন ওলাতুনজি কালোজিরা আর মধুর মিশ্রণটি সকালে একবার ও সন্ধ্যায় একবার খেতে বলেন! আমি সেই উপদেশ মেনে চলেছি! আমি এখন ঠিক আছি! সুস্থ অনুভব করছি!সূত্র: বিডি প্রতিদিনঃকালোজিরা খাওয়ার ব্যাপারে হযরত আয়েশা রাঃ থেকে সহীহ সনদে বর্ণিত আছে যে. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন! এই কালো জিরা ‘সাম’ ছাড়া সব রোগের ঔষধ! আয়েশা রাঃ বলেন! আমি বললামঃ ‘সাম’ কী? তিনি বললেনঃ মৃত্যু! [সহীহ-বুখারী-৫৬৮৭]#মোট_কথাঃ এই কালো কালোজিরা মৃত্যু ব্যতীত প্রতিটি রোগেরই ঔষধ! অন্য কোনো চিকিৎসা গ্রহণ করতে না পারলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে চিকিৎসা দিয়েছেন তা নিঃসন্দেহে সব ধরনের রোগের জন্য উপকারী!#অতএব_চলমান_পরিস্থিতিতেঃ কালোজিরা খাওয়ার এ চিকিৎসা আমরা গ্রহণ করতে পারি! কালোজিরা ছাড়াও আরেকটি মহা ঔষধের নাম হলো 🍯 মধু! #যার_কথা_কুরআন_বর্ণিত_হয়েছেঃআল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা বলেনঃ মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের শরাব (মধু) বের হয়! তাতে রয়েছে মানুষের আরোগ্য! [সূরা নাহল-৬৯]#এ_আয়াত_থেকে_প্রমাণিত_হয় যে. মধু পান করা যে কোনো রোগের জন্য উপকারী! এছাড়া গরুর দুধ সেবন করা যায়! হযরত ইবনে মাসউদ রাঃ থেকে সহীহ সনদে বর্ণিত আছে যে. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন!তোমাদের জন্য গরুর দুধ গ্রহণ করা উচিৎ কেননা তা বিভিন্ন গাছ [ঘাস] থেকে তৈরি আর তা সকল রোগের ঔষধ! [মুসতাদরাকে হাকেম-৮২২৪]হাঁ আমরা মুসলিম জাতি আমরা যোদ্ধা নবীর উম্মত! আমরা মূর্খ জাতিদের অন্তর্ভুক্ত নয়! আমরা গরুর দুধ খায় কিন্তু গরুর মুত খাই না!#এ_হাদীস_থেকে_প্রমাণিত_হয় যে. গরুর দুধের মধ্যে রোগ নিরাময়ের গুণ রয়েছে! কিন্তু গরুর মুতের মধ্যে নয়! সুতরাং রোগ থেকে আরোগ্য লাভের জন্য গরুর দুধ পান করা যেতে পারে! কিন্তু মূর্খদের মত গরুর মুত নয়!

No comments:

Post a Comment