#বরাকের_বুদ্ধিজীবী,,,,,,,
#দয়া_করে_একটু_পড়ে_দেখবেন........
আমরা এত শিক্ষিত নই। তারপরও একটা কথা অত্যন্ত ভালো করে জানি এবং মানি, যে কোন ব্যক্তি প্রত্যেক বিষয়ে পারদর্শী বা বিশেষজ্ঞ হতে পারেন না। বিষয় বেদে বিশেষজ্ঞ থাকেন। তাই তো মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর ইচ্ছামতে আলাদা আলাদা রাস্তা বেছে নিতে হয়।
বিদ্যালয়ের শিক্ষকতা স্বরূপ দেখলেও বুঝা যায় মধ্য ইংরেজি থেকে প্রায়ই আরাম্ভ হয়ে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ বা পাঠদান। বিশেষ করে উচ্চতর মাধ্যমিক থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা নিজ নিজ বিষয়ে পাঠদান করেন। একেবারে খুবই কম তার ব্যতিক্রম হয়। তার কারণ হলো, একজন ব্যক্তি প্রত্যেক বিষয়ে বিশেষজ্ঞ হতে পারেন না।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের বরাক উপত্যকায় বিশেষ করে সামাজিক মাধ্যম বা কোন কোন সময় বরাকের দৈনিক পত্রিকায় বিশেষ ব্যক্তিদের আবির্ভাব লক্ষ্য করা যায়। ওরা কোন বিষয় এড়িয়ে যান না। ওরা রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্মনীতি, শিক্ষানীতি, রাষ্ট্রনীতি সহ প্রত্যেক বিষয়ে কথা বলতে দেখা যায়।
এখন কথা হল, উচ্চতর মাধ্যমিক শেষ করার পর কলেজ লেভেল থেকে প্রত্যেক বিষয় আলাদাভাবে বেছে নিয়ে নিজকে প্রতিষ্ঠা করতে হয় কেন? কারণ ইতিহাস নিয়ে পড়া ছাত্র রাজনীতি বিজ্ঞানে বিশেষজ্ঞ হয় না।
#আমরা_জানি,,,,,,,,
* ইতিহাসবিদ হতে হলে ইতিহাস নিয়ে পড়তে হয়।
* অর্থনীতিবিদ হতে হলে অর্থনীতি নিয়ে পড়তে হয়।
* সমাজনীতির বিশেষজ্ঞ হতে হলে সসিয়লজি নিয়ে পড়তে হয়।
* রাজনীতিক বিশেষজ্ঞ হতে হলে রাজনীতি বিজ্ঞান নিয়ে পড়তে হয়।
* বিশিষ্ট সাহিত্যক বা বিশেষজ্ঞ হতে হলে সাহিত্য নিয়ে পড়তে হয়।
* শিক্ষানীতির বিষয়ে বিশেষজ্ঞ হতে হলে বি,এড বা এম,এড করতে হয়।
* আইনি বিশেষজ্ঞ বা আইনজীবী হতে হলে আইন নিয়ে পড়তে হয়।
তাহলে কিভাবে ধর্মনীতি না পড়ে, আমরা ধর্মনীতির উপরে কথা বলতে পারি? এবং নিজেকে প্রত্যেক বিষয়ে পারদর্শী দেখাই তা কিভাবে? চাই যে কোন ধর্ম হোক না কেন। ধর্মের বিষয়ে জানা আর বিশেষজ্ঞ হয়ে গড়ে উঠার মধ্যে বহু পার্থক্য আছে। অন্যান্য বিষয়ে যেমন ধর্মের বিষয়েও তাই। আমরা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে বিশেষজ্ঞেদের সন্ধান করি। কিন্তু ধর্মের বিষয় সামনে এলে নিজেও কথা বলতে দ্বিধাবোধ করিনা।
আপনি নিজে পড়ে প্রায়ই বিষয়ে শিক্ষা, জ্ঞান নিতে পারেন বা জানতে পারেন। কিন্তু ঐ বিষয়ে খুবই জ্ঞানী বা বিশেষজ্ঞ হতে পারবেন না। এটাই সমস্ত পৃথিবীর জাগতিক দিক। এটা কেবল ভারতে নয়। সমস্ত পৃথিবী এই নীতিতে চলছে। বিষয় বেদে বিশেষজ্ঞরা আলাদা আলাদা থাকেন।
No comments:
Post a Comment