আল্লাহ তাআলার পক্ষ থেকে
গজব এলো ভাই,
এমন বিপদ আর দেখিনি
আঁতকে উঠি তাই।
পাপকে মোরা পাপ ভাবিনি
ছিলনা অনুশোচনা,
তাই মনে হয় মোদের তরে
নভেল করোনার সূচনা।
সব বিপদেই মোদের আছে
আল্লাহ নামের আশ্রয়স্থল,
ক্ষমা চাও সবে জায়নামাজে
ফেলতে হবে চোখের জল।
কুরআন, রোজা, নামাজ হবে
এই বিপদের মহৌষধ,
সামাজিক দুরত্ব মেনে চলুন
রইলো আমার অনুরোধ।
ডাক্তারদের জীবন এখন
সবচেয়ে বেশি ঝুকিতে,
তারাই কিন্তু Real Hero
এমন বিপদ রুখিতে।
দেশটা এখন Lock down
থাকতে হবে বাড়িতে,
কিন্তু সবাই ছুটছে গ্রামে
জায়গা যে নাই গাড়িতে।
ছুটি দিল থাকতে বাসায়
আমরা কি আর ওসব মানি,
সবার মাঝেই ঈদের আমেজ
মনের ভিতর ফুরফুরানি।
একটু ভাবুন ভাই বোনেরা
যাচ্ছেন কাছে প্রিয়জনের,
আপনি যেন না হন কারন
তাদের কারো মরণের।
আবেগ নয় বিবেক দিয়েই
গড়তে হবে প্রতিরোধ,
স্বাস্থ্য বিধি মানতেই হবে
করতে করোনার গতিরোধ।
এই বিপদে আমরা এখন
সবচেয়ে বড় মজুতদার,
করোনা নয় ক্ষুধায় মরবো
কে নেবে সেই লাশের ভার।
বিভেদ ভুলে এক হতেই হবে
আম জনতা আর সরকার,
এই অবস্থায় আজ সকলের
মানুষ হওয়াই বড় দরকার।
No comments:
Post a Comment