Friday, April 10, 2020
#অভিনন্দন_রিজওয়ান_আলম_বড়ভূইয়া।#তাবলীগ_নিয়ে_অপপ্রচারের_ধূম্রজাল_ছিন্ন_করলেন_আপনি।সিংহভাগ মিডিয়া তাবলীগ জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। জামাত নিয়ে অনেকের মনে উঁকি মারছে নানা প্রশ্ন । তাবলীগের বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরতে অনেকেই মরিয়া হয়ে উঠেছেন। এমতাবস্থায় অত্যন্ত সাবলীল ভাষায় তথ্য ও যুক্তির সমাবেশ ঘটিয়ে মিডিয়ার অপপ্রচারের ধূম্রজাল ছিন্ন করেছেন তরুণ লেখক রিজওয়ান আলম বড়ভূইয়া। দৈনিক গতি পত্রিকায় তিনি নিরপেক্ষভাবে তাবলীগের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে অপপ্রচার কারীদের মুখে চুনকালি লেপে দিয়েছেন। হৃদয় নিংড়ানো উষ্ণ অভিনন্দন রইলো রিজওয়ান ভাইয়ের প্রতি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment