Wednesday, November 4, 2020

২৮টি কাজের শিলান্যাস করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

এক সাথে ২৮ টি কাজের উদ্বোধন হচ্ছে উত্তর করিমগঞ্জে। কাজ করতে মানসিকতা লাগে। বিরোধী দলের বিধায়ক শব্দটি কোনোমতেই আটকাতে পারেনি কমলাক্ষ দে পুরকায়স্থকে।বিধায়ক হ‌ওয়ার আগে থেকেই যে আসাম টাইপের ঘর দেখে আসছি,আজ বিধায়ক হ‌ওয়ার নয় বছর পর‌ও সেই টিনের চালের আসাম টাইপের ঘরেই বসবাস করছেন তিনি। শহর, কিংবা শহরতলিতে বা গুয়াহাটিতে দালান, হোটেল কোনো কিছুই করেননি।যা কিছু পান, বেশিরভাগই মানুষের সাহায্যে বিলিয়ে দেন। ভাগ্যবান উত্তর করিমগঞ্জর মানুষ,। আসুন আগামী দিনে এরকম কম লোভী প্রার্থীকে জয়ী করার চেষ্টা করি। একটি সুষ্ঠু সমাজ গঠনে এগিয়ে আসি।

No comments:

Post a Comment