Wednesday, November 4, 2020

লাফাশাইলের দশনলি মক্তবের নির্মাণ কাজে বাধা, বিধায়ক কমলাক্ষের হস্তক্ষেপে সমাধা।

উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত লাফাশাইল গ্রামের ১৬৮ নম্বর দশনলি মক্তব তথা প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে বাধা। বিদ্যালয় কর্তৃপক্ষ নাকি আন্তর্জাতিক সীমান্ত সড়কের অধীনস্থ জায়গায় নির্মাণ কাজ আরম্ভ করেছে। তাই সীমান্তে প্রহরারত বিএসএফের তরফে বাধা আরোপ করা হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ মহাশয়। বিধায়কের হস্তক্ষেপে বিষয়টি সমাধা হয়। এবং কাজও যথারীতি আরম্ভ হয়। এতে বিদ্যালয় কর্তৃপক্ষ ও গোটা এলাকাবাসী বিধায়কের এহেন কর্মে সন্তোষ ব্যক্ত করেন।

No comments:

Post a Comment