বদরপুর ২৩ নভেম্বর :: আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ শ্রীযুক্ত তরুণ গগৈ মহাশয় এর মৃত্যুতে উত্তর-পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত্ তামীর গভীর শোক ব্যক্ত করেছে । তাঁর মৃত্যুতে দেশ তথা রাজ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে । তিনি ছিলেন একজন দক্ষ রাজনীতিবিদ, তাই আজ গোটা দেশ তাঁর মৃত্যুতে শোকাহত । এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত্ তামীরের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাঝারভূইয়া, প্রশাসনিক সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী সহ এক প্রতিনিধি দল শেষ শ্রদ্ধা জানাতে গুয়াহাটীতে ছুটে গেছেন। সদা হাস্যমুখী এই মহান ব্যক্তিত্বের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উত্তর-পূর্ব ভারতের আমীরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী সাহেব, নায়েবে আমীর শরীয়ত মাওলানা বদরুল হক এমনি, কেন্দ্রীয় সম্পাদক ড০ ফজলুর রহমান লস্কর ও মাওলানা উসামা মবরুর চৌধুরী প্রমুখ।
No comments:
Post a Comment