Thursday, January 21, 2021

লাফাশাইল তৈয়ীবিয়া মাদ্রাসায় ৭২ তম প্রজাতন্ত্র দিবস পালিত হবে।

আগামী ২৬শে জানুয়ারি ২০২১ ইংরাজি রোজ-মঙ্গলবার আমাদের মাদ্রাসায়  ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে  উদযাপিত হবে। প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থাকবেন ০৭ ব্যাটেলিয়ন বিএসএফের লক্ষ্মীবাজার বিওপির কোম্পানি কমাণ্ডার মিঃ গুরদীপ সিং জী। এছাড়াও  এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ  ও শিক্ষাবিদগণ উপস্থিত থাকবেন।  এদিনের  অনুষ্ঠানে  ক্বিরাত, গজল,  আবৃতি,, ক্যুইজ, অঙ্ক দৌড় ও বক্তব্য প্রভৃতি প্রতিযোগিতা হবে। মাদ্রাসার ছাত্র-ছাত্রীর পাশাপাশি বিভিন্ন স্কুলের  ছাত্র-ছাত্রীরাও এতে অংশগ্রহণ করবে। উক্ত  অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য মাদ্রাসা পরিচালনা সমিতির তরফে সকলের নিকট জোরালো অনুরোধ করা যাচ্ছে।

No comments:

Post a Comment