ত্রিপুরা রাজ্যের কৈলাশহর জেলা নদওয়ার অন্তর্গত ইরানী আঞ্চলিকের কাজীয়ে শরীয়ত মাওলানা আব্দুল বাছিত সাহেব আজ ২১ অক্টোবর ২০২০ ইংরেজি ০৩ রবিউল আউয়াল বুধবার সকালে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। *ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন*। স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণমুগ্ধ রেখে মহান আল্লাহর ডাকে চলে গেলেন। দওরায়ে হাদিসে পড়ার সময় থেকে দেখে আসছি আমার এই সহপাঠী অত্যন্ত নম্র ও বিনয়ী স্বভাবের অধিকারী ছিলেন। ত্রিপুরা রাজ্য এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত্ তামীরের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসমাইল আলী সাহেবের ছোট ভাই মাওলানা আব্দুল বাছিত অত্যন্ত নিষ্ঠার সাথে এমারত ও নদওয়ার কর্ম করে গেছেন। নেদায়ে দ্বীন পত্রিকায় তাঁর অনেক লেখনী প্রকাশিত হয়েছে। তাঁর রূহের মাগফিরাত ও মর্যাদা বৃদ্ধি কামনা করে পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন উত্তর পূর্ব ভারতের আমীরে শরীয়ত হজরত মাওলানা ইউছুফ আলী সাহেব, নাইবে আমীরে শরীয়ত হজরত মাওলানা বদরুল হক এমনী সাহেব, এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত্ তামীরের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান মাঝারভূইয়া সাহেব, এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত্ তামীরের কেন্দ্রীয় সম্পাদক যথাক্রমে মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী সাহেব, মাওলানা ফজলুর রহমান লস্কর সাহেব, মাওলানা উসামা মবরুর চৌধুরী সাহেব প্রমুখ।আল্লাহ যেন তাঁকে জান্নাতের উচু মাকাম দান করেন, আমীন।
No comments:
Post a Comment