Sunday, January 15, 2023

*লাফাশাইল তৈয়ীবিয়া মাদ্রাসার বার্ষিক জলসা ১৭ ই জানুয়ারি* ◆আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভুইয়া স্মৃতি এওয়ার্ড পাচ্ছেন – করিমগঞ্জের ডিএসপি জেমস্ ◆ করিমগঞ্জ জেলার ভারত-বাংলা সীমান্তবর্তী লাফাশাইল মোহাম্মাদীয়া তৈয়ীবিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার ১৮ তম বার্ষিক সম্মেলন উপলক্ষে বিশাল ইসলামী সমাবেশ ও জলসায়ে দস্তারবন্দী আগামী ১৭ ই জানুয়ারি ২০২৩, মঙ্গলবার মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। এতে পৌরহিত‍্য করবেন মাদ্রাসা প্রধান মাওলানা আব্দুর রহমান সাহেব। প্রধান অতিথি হিসেবে শুভাগমণ করবেন উত্তর পূর্ব ভারতের আমীরে শরীয়ত তথা অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব। মুখ‍্য অতিথি হিসেবে আসন অলংকৃত করবেন করিমগঞ্জ জেলা এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত তামীরের সভাপতি তথা মুহাদ্দিস আল- জামিয়া বদরপুর হযরত মাওলানা মুফতি আব্দুল বাসিত ক্বাসিমী সাহেব। বিশেষ অতিথিদ্বয় যথাক্রমে – হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব, সভাপতি ত্রিপুরা রাজ‍্যিক এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত তামীর ও হযরত মাওলানা নূরুল ইসলাম সাহেব, শিক্ষক ফয়জুল উলুম মোহাম্মাদীয়া রায়পুর। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিঃ জেমস্ এ, সঙ্গাতে মহাশয়, মাননীয় অতিরিক্ত পুলিশ সুপার করিমগঞ্জ। এছাড়াও বরাক উপত‍্যকার বিশিষ্ট উলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীমহলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবারে এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তথা ইসলামী বিদগ্ধ পণ্ডিত ভূতপূর্ব আমীরে শরীয়ত আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভুইয়া সাহেব (রহঃ) এর স্মৃতি রক্ষার্থে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব‍্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হবে। তাই ইতিপূর্বে মাদ্রাসা কর্তৃপক্ষ এবারে করিমগঞ্জের মাননীয় অতিরিক্ত পুলিশ সুপার মিঃ জেমস্ এ, সঙ্গাতে মহাশয়কে ডক্টর আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভুইয়া (রহঃ) মেমোরিয়াল এওয়ার্ড-২০২৩ পুরস্কারে ভূষিত করবে। মাদ্রাসা পরিচালনা সমিতির যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল ওয়ারিস ওই মাহফিলকে সর্বাত্মক সফল করতে সর্বসাধারণের উপস্থিতি ও সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেছেন।

No comments:

Post a Comment