Monday, February 15, 2021

শেরুলবাগ লাফাশাইল আঞ্চলিক নদওয়া ও যুব নদওয়ার কমিটি পুনর্গঠিত


করিমগঞ্জ জেলা এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত তামীরের অন্তর্গত শেরুলবাগ লাফাশাইল আঞ্চলিক নদওয়া ও যুব নদওয়া পুনর্গঠনের নিমিত্তে আঞ্চলিক মুন্তাজিমার যৌথ সাধারণ সভা অনুষ্টিত হয়। এতে পৌরহিত্য করেন বিদায়ী কমিটির উপ-সভাপতি জানাব লোকমান হোসেন সাহেব। বিদায়ী কমিটির সম্পাদক আলহাজ লুৎফুর রহমান সাহেব বিগত পাঁচ বছরের কাজের  খতিয়ান তুলে ধরেন।  পরবর্তীতে উপস্থিত সভ্যগণ সর্বসম্মতিতে সভাপতি ও সম্পাদক পদে যথাক্রমে জানাব আবুল কালাম ও  মাস্টার ফয়ছল হোসেনকে মনোনীত করা হয়। উপ-সভাপতি পদে জানাব লোকমান হোসেন সাহেবকে মনোনীত করা হয়। সহ-সম্পাদক হন সজু মিয়া ও প্রচার সম্পাদক হন আব্দুর রহমান কায়েস।  ৭ জন সদস্য যথাক্রমে কমরুজ্জামান, আব্দুল কুদ্দুস, জলাল উদ্দিন, আব্দুর রউফ, আব্দুস সাত্তার , বুরহান উদ্দিন ও সালেহ আহমেদ। এছাড়াও পদাধিকার বলে ৫ জনকে কমিটির অন্তর্ভূক্ত করা হয়। তাছাড়া জেলা প্রতিনিধি হিসেবে ৬ জনকে মনোনীত করা হয় যথাক্রমে - মাওলানা আব্দুল ওয়ারিস, মাস্টার আছান উল্লাহ আহমেদ, হাফিজ আলতাফ হোসাইন, মাস্টার লুৎফুর রহমান, মাস্টার আশাবুল হক ও মাস্টার জুবায়ের আহমেদ। 
পরবর্তীতে যুব নদওয়ার উপ-সভাপতি পদে মাওলানা নূরুল হাসান, সম্পাদক পদে বিদায়ী কমিটির সম্পাদক সালিকুর রহমান ও সহ সম্পাদক পদে হাফিজ সুফিয়ান আহমদকে মনোনীত করা হয়। পেরেন্ট নদওয়ার পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভিতরগোল সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা ইসলাম উদ্দিন সাহেব ও যুব নদওয়ার পক্ষে উপস্থিত ছিলেন সাংবাদিক তথা শিক্ষক মছরুর আহমেদ সাহেব।

No comments:

Post a Comment