Monday, February 15, 2021

শেরুলবাগ লাফাশাইল আঞ্চলিক নদওয়া ও যুব নদওয়ার কমিটি পুনর্গঠিত


করিমগঞ্জ জেলা এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত তামীরের অন্তর্গত শেরুলবাগ লাফাশাইল আঞ্চলিক নদওয়া ও যুব নদওয়া পুনর্গঠনের নিমিত্তে আঞ্চলিক মুন্তাজিমার যৌথ সাধারণ সভা অনুষ্টিত হয়। এতে পৌরহিত্য করেন বিদায়ী কমিটির উপ-সভাপতি জানাব লোকমান হোসেন সাহেব। বিদায়ী কমিটির সম্পাদক আলহাজ লুৎফুর রহমান সাহেব বিগত পাঁচ বছরের কাজের  খতিয়ান তুলে ধরেন।  পরবর্তীতে উপস্থিত সভ্যগণ সর্বসম্মতিতে সভাপতি ও সম্পাদক পদে যথাক্রমে জানাব আবুল কালাম ও  মাস্টার ফয়ছল হোসেনকে মনোনীত করা হয়। উপ-সভাপতি পদে জানাব লোকমান হোসেন সাহেবকে মনোনীত করা হয়। সহ-সম্পাদক হন সজু মিয়া ও প্রচার সম্পাদক হন আব্দুর রহমান কায়েস।  ৭ জন সদস্য যথাক্রমে কমরুজ্জামান, আব্দুল কুদ্দুস, জলাল উদ্দিন, আব্দুর রউফ, আব্দুস সাত্তার , বুরহান উদ্দিন ও সালেহ আহমেদ। এছাড়াও পদাধিকার বলে ৫ জনকে কমিটির অন্তর্ভূক্ত করা হয়। তাছাড়া জেলা প্রতিনিধি হিসেবে ৬ জনকে মনোনীত করা হয় যথাক্রমে - মাওলানা আব্দুল ওয়ারিস, মাস্টার আছান উল্লাহ আহমেদ, হাফিজ আলতাফ হোসাইন, মাস্টার লুৎফুর রহমান, মাস্টার আশাবুল হক ও মাস্টার জুবায়ের আহমেদ। 
পরবর্তীতে যুব নদওয়ার উপ-সভাপতি পদে মাওলানা নূরুল হাসান, সম্পাদক পদে বিদায়ী কমিটির সম্পাদক সালিকুর রহমান ও সহ সম্পাদক পদে হাফিজ সুফিয়ান আহমদকে মনোনীত করা হয়। পেরেন্ট নদওয়ার পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভিতরগোল সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা ইসলাম উদ্দিন সাহেব ও যুব নদওয়ার পক্ষে উপস্থিত ছিলেন সাংবাদিক তথা শিক্ষক মছরুর আহমেদ সাহেব।

Monday, February 1, 2021

পানিঘাট বাজারে ইমাম মুয়াল্লিমদের হাদিয়া বণ্টন নদওয়াতুত তামীরের।



  করিমগঞ্জ জেলার ভিতরগুল পানিঘাট আঞ্চলিক নদওয়ার উদ্যোগে আজ ০৩ জুলাই ২০২০ শুক্রবার বিকাল ২-০০ ঘটিকায় পানিঘাট বাজার মসজিদের অত্র আঞ্চলিকের ২৪ জন ইমাম ও মুয়াল্লিমকে এক কালিন ১০০০/- (এক হাজার) টাকা করে  হাদিয়া  প্রদান করা হয়। কেন্দ্রীয় নদওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আঞ্চলিকের কর্মকর্তা ও কর্মীগণের উদ্যোগে স্বহৃদয় ব্যক্তি বর্গ থেকে টাকাগুলো সংগ্রহ করে কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে ইমাম ও মুয়াল্লিমদের মধ্যে বণ্টন করা হয়। আঞ্চলিক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  অত্যন্ত সারগর্ভ আলোচনা করেন এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত্ তামীরের প্রশাসনিক সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী সাহেব। আল জামিয়ার অধ্যক্ষ মাওলানা ওয়ারিছ আহমদ সাহেব, অফিস সেক্রেটারি মাওলানা নয়ীম উদ্দিন চৌধুরী, জেলা যুব নদওয়ার সাধারণ সম্পাদক মাওলানা যশিম উদ্দিন প্রমুখ। সকল বক্তারা তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করে বলেন আমীরে শরীয়ত ১ম ও আমীরে শরীয়ত ২য় এর রেখে যাওয়া কর্মগুলো যথাযথ ভাবে বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য। বিশেষ করে ছবাহী মক্তবের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। আঞ্চলিক সম্পাদক মাষ্টার আসদ্দর আলী সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিতরগুল সিনিয়র মাদ্রাসার অধিক্ষক মাওলানা সব্বির আহমদ সাহেব, মাওলানা কুতুব উদ্দিন সাহেব, মাওলানা ইসলাম উদ্দিন সাহেব, মাওলানা আব্দুল ওয়ারিস, মাওলানা নজরুল ইসলাম সহ আঞ্চলিকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দ।

#পোষ্ট_সংগৃহীত ।