#আগামী_১১ই_মে_মুতাবিক্ব_১৭ই_রমযান_রোজ- সোমবার দুপুর ১ঘটিকায় উত্তর পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদ্ওয়াতুত্ তামীরের অন্তর্গত শেরুলবাগ-লাফাশাইল আঞ্চলিকের স্থানীয় লক্ষ্মীবাজারে লকডাউন উপলক্ষে ২০০জন গরিব দুঃস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে । এতে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদ্ওয়াতুত্ তামীরের মহাসচিব তথা প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাঝারভুইয়া সাহেব । সংশ্লিষ্ট এলাকার বিত্তবানরা ওই কর্মে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আঞ্চলিক সম্পাদক আলহাজ্ব লুৎফুর রহমান সাহেব ।
No comments:
Post a Comment