Sunday, December 26, 2021

#ক্ষমতায়_এলে_একদিনেই_মাদ্রাসা_খুলে_দেব,#সেই_ভোট_বেপারীরা_আজ_কোথায়?বিগত বিধানসভা নির্বাচনে সংখ‍্যালঘু অধ‍্যুষিত এলাকায় ভোট বৈতরণী পার হওয়ার জন‍্য প্রধান হাতিয়ার ছিল - "ক্ষমতায় এলে একদিনেই মাদ্রাসা সমূহ খুলে দেব। " ক্ষমতা অর্থাৎ সরকার গঠণ করতে না পারলেও প্রতিপক্ষকে সরকার গঠণ করতে পরোক্ষভাবে যথেষ্ট সাহায্য করেছেন। প্রসঙ্গত, রাজ‍্য সরকার প্রাদেশীকিকৃত মাদ্রাসা সমূহকে Repealing Bill 2020 এনে সাধারণ স্কুলে রূপান্তরিত করেছে। আসাম বিধানসভায় সেই ভোট বেপারীরা সরকার পক্ষের আনা বিলের বিপক্ষে যথোচিত সবিস্তারে যুক্তিসমূহ খণ্ডনে ছিলেন অপারগ। তাই সরকার পক্ষ যা চেয়েছে তা করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, বিগত শতাব্দীতে আসামে সরকারি মাদ্রাসা সমূহের অবদান কৌমী মাদ্রাসা সমূহ থেকে মোটেও কম নয়, অনেকাংশে বেশিই। আসাম তথা গোটা উত্তর পূর্বাঞ্চলে, দেশের আনাচে কানাচে ও বহির্বিশ্বে অগ্রগণ‍্য। বিশেষ করে #বদরপুর_আল_জামিয়ার পড়ুয়ারা সর্ব বিষয়ে পারদর্শিতা দেখিয়েছেন। কিন্তু হায়😰 আজ বদরপুরের আল-জামিয়া কী তার হৃত গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে পাবে!!! ভোট বেপারীরা #সংসদে সেই ইস‍্যু নিয়ে ঝড় তুলতে পারতেন। তা তো কখনও করতে দেখিনি। নিশ্চয়ই এতে বুঝতে অসুবিধা নেই যে, সেই ভোট বেপারীরা সরকারি মাদ্রাসা সমূহকে সুরক্ষা দিতে আন্তরিক নন। ভোট বেপারীরা কান খুলে শুনে রাখুন #জাতি_কখনও_ক্ষমা_করবে_না।