Thursday, May 27, 2021

করিমগঞ্জ জেলা যুব নদওয়ার দীর্ঘদিনের স্বপ্ন ছিল সংগঠণের প্রতিষ্টাতা, উত্তর পূর্ব ভারতের প্রথম আমিরে শরিয়ত, আসাম বিধানসভার ছয় বারের বিধায়ক স্বাধীনতা সংগ্রামী তথা বাংলা ভাষা আন্দোলনের বরিষ্ট নেতা মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহঃ এর নামে একটি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার। সম্প্রতি কোবিড-১৯ মহামারির সংকট সময়ে অস্থায়ীভাবে একটি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে। কিন্তু স্থায়ীভাবে একটি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করার জন্য করিমগঞ্জ জেলা যুব নদওয়ার এক প্রতিনিধি দল আজ দুপুর ১২ ঘটিকায় আবর্ত ভবনে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে প্রথমে বিধায়ক মহাশয়কে সংগঠণের তরফ থেকে শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়। এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত তামীরের কর্মী মাওলানা আব্দুল ওয়ারিস বিধায়কের কাছে মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহঃ এর স্মরণে একটি অ্যাম্বুলেন্স প্রদানের দাবি জানাতেই তিনি তা সাদরে গ্রহণ করেন। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ প্রতিনিধি দলকে এই বলে আশ্বস্ত করেন যে আগামী জুলাই মাসে ফাণ্ডে যে টাকা আসবে সেই ফাণ্ডের প্রথম কাজই হবে এই অ্যাম্বুলেন্স। যুব নদওয়ার প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা যুব নদওয়ার উপসভাপতি মাওলানা এটিএম জাকারিয়া, সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দিন, নদওয়ার কর্মী মাওলানা আব্দুল ওয়ারিস, যুব নদওয়ার কর্মী এ কে জাকারিয়া, মসরুর আহমদ, কমরুল ইসলাম, খয়রুল হাসান ও আনিপুর আল ইক্বরা একাডেমির খয়রুল আলম ও সাবির আহমদ প্রমুখ। বিধায়কের এহেন কাজের প্রতি সংগঠণের সর্বস্তরের কর্মী সাধুবাদ জানিয়েছেন।